ওয়েব ডেস্ক: সম্পূর্ণ পথে চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো । হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে চলছে মেট্রো পরিষেবা। অফিসের দিনগুলোতে এই মেট্রোতে যাত্রী সংখ্যা অনেকটাই থাকে। সেক্টর ফাইভ থেকে সোজা হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যাওয়া যায় অতি সহজে। অফিসের দিনের পাশাপাশি সপ্তাহের ছুটির দিন রবিবারেও যাত্রীদের ভিড় আছড়ে পড়েছে হাওড়া ময়দান স্টেশনে। নতুন মেট্রো দেখার আগ্রহ ছাড়াও টানা সফরে সোজাসুজি সল্টলেক পৌঁছে যাওয়া যাত্রীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে।
এতদিন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলত মেট্রো। রবিবার এই পরিষেবা বন্ধ রাখা হত। কিন্তু ২২ অগাস্ট নতুন লাইন তিনটি সূচনা হওয়ার পর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অতি সহজে পৌঁছে যাওয়া যাচ্ছে। আর তারপরেই প্রথম রবিবার পড়েছিল ২৪ আগস্ট।
ছুটির দিনে হাওড়া স্টেশনে তুলনামূলকভাবে ভিড় কম হলেও, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ছে। টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লম্বা লাইনও চোখে পড়েছে। ফলে ইস্ট ওয়েস্ট মেট্রোতে এক্সটেনশন হওয়ায় মেট্রোর অনেক সুবিধা হচ্ছে। সাধারণ মানুষ ও অত্যন্ত কম সময়ের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারছে।
রবিবার সেক্টর ফাইভ সংলগ্ন এলাকায় একাধিক অফিস চালু থাকে। ফলে রবিবার মেট্রো পরিষেবা অত্যন্ত প্রয়োজন ছিল। ২২ আগস্ট থেকে এই পরিষেবা চালু করে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণ হওয়ার পর এই প্রথম রবিবার খোলা ছিল মেট্রো স্টেশন। নির্ধারিত সময়ের বেশ কিছুটা পর থেকে প্রথম মেট্রো চলতে শুরু করে। এদিন ছুটির দিন হলেও বেশ ভিড় দেখতে পাওয়া গিয়েছে মেট্রো স্টেশনগুলো।
এসপ্ল্যানেড-শিয়ালদহ মধ্যে চালু হয়েছে মেট্রো পরিষেবা। এই পরিষেবা শুরু হওয়ার পরেই রাজকোষ উপচে পড়ল কলকাতা মেট্রোর। হাওড়া ময়দান-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হতেই উপচে পড়ল মানুষের ভিড়। সূত্রে খবর, ২৩ অগাস্ট, শনিবার হাওড়া ময়দান থেকে সেক্টর–ফাইভ পর্যন্ত বুকিং কাউন্টারে টিকিট বিক্রি হয়েছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২৭৭ টাকার। অনলাইন বা ইউপাআই মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৫ টাকার। ফলে শনিবার মোট হাওড়া ময়দান থেকে সেক্টর–ফাইভ পর্যন্ত ৩৪ লক্ষ ৬০ হাজার ৬৭২ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে বিশাল লাভের মুখ দেখল কলকাতা মেট্রোর।