ওয়েব ডেস্ক: শহর কলকাতার গতি আরও বেড়েছে, এক কথায় বলতে গেলে তিলোত্তমার ট্রাফিকের মানচিত্রে বদল ঘটেছে। নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেছেন। শিয়ালদহ স্টেশন চালু হয়ে যাওয়ায় হাওড়ার সঙ্গে করুণাময়ী জুড়ে গিয়েছে। এছাড়াও দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর যাওয়ার রুটও উদ্বোধন হয়েছে। এবার যাত্রী চাপ সামলাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রোর সংখ্যা বাড়ানো হল।
এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে নর্থ-সাউথ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে ২৮৪টি মেট্রো চলবে। এর আগে এই রুটে কর্মদিবসগুলিতে চলত ২৬২টি মেট্রো। তবে এবার ২২টি মেট্রো বাড়িয়ে তা ২৮৪ করা হল। অর্থাৎ, ১৪২টি মেট্রো আপে ছুটবে এবং ১৪২টি ডাউনে। আগামী কাল সোমবার থেকেই এই পরিষেবা মিলবে।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও বদল হচ্ছে না। তবে শেষ মেট্রোর সময় সামান্য বদল করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। সেই সময় সামান্য বদলে হল রাত ৯টা ৩৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়ে রাত ৯.৪৩ মিনিটে। সোমবার থেকে সেই সময় বদলে হবে রাত ৯.৪৪ মিনিটে। শনি ও রবিবার মেট্রোর চলাচলের সূচিতে কোনও বদল থাকছে না।