Languages

রবিবার দিনভর তুমুল বৃষ্টি! কবে থামবে এই দুর্যোগ?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে শনিবার দিনভর ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তবে তার আগে রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে বৃষ্টি অনেকটাই কমে আসবে। সোমবার বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।

সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।