ওয়েব ডেস্ক:১৭ বছর পর পর্দায় ফের একসঙ্গে বড়পর্দায় সইফ-অক্ষয়। অক্ষয় কুমার ও সইফ আলি খানের জুটি ফিরছে এক গা ছমছমে, দুরন্ত থ্রিলারে। ছবির নাম রাখা হয়েছে ‘হেওয়ান’। তাশান ছবিতে কাজ করার সময় করিনা কাপুরের প্রেমে পড়েছিলেন সইফ। খুব স্বাভাবিকভাবেই অক্ষয় এবং সইফের যে গভীর বন্ধুত্ব রয়েছে তা বলাই বাহুল্য। প্রায় ১৭ বছর পর প্রিয়দর্শনের ছবির মাধ্যমে রিইউনিয়ন হতে চলেছে এই দুই তারকার। প্রিয়দর্শনের ছবি মানেই যে তাতে অনাবিল আনন্দ থাকবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
শুটিং শুরু হওয়ার প্রথম দিনেই ভক্তদের জন্য ছোট্ট চমক দিলেন অক্ষয়। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেট থেকে একটি মজার ভিডিও। দেখা যাচ্ছে সইফ এবং প্রিয়দর্শন আড্ডায় মজেছেন, অক্ষয়ের হাতে ধরা রয়েছে আগামী ছবির ক্ল্যাপবোর্ড, যার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে অক্ষয়ের টি-শার্টে লেখা saint লেখার রঙ। প্রিয়দর্শন মজা করে বলেন, সইফের এই পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরে রাখা উচিত। পরিচালকের মুখে এই কথা শুনে অক্ষয় বলেন, ‘তুমি কতটুকু জানো, ও একটা শয়তান।’ সঙ্গে সঙ্গে সইফ বলে ওঠেন, ‘ভেতরে।’ দুই তারকার কথা শুনে প্রিয়দর্শনও হাসতে হাসতে বলেন,’ যাই হোক আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি।’