Languages

আনন্দপুরের কারখানায় ভয়াবহ আগুন, ঘিঞ্জি এলাকা, সমস্যায় দমকল

ওয়েব ডেস্ক: আনন্দপুর এলাকার একটি জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন। শনিবার দুপুরে গুলশন এলাকার মতো ঘিঞ্জি এলাকায় নিমেষে দাউদাউ করে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ।স্থানীয়েরাই প্রথম আগুন নেবানোর কাজে হাত লাগান। দমকল এবং পুলিশকে খবর পাঠানো হয়। কী ভাবে আগুন লাগল ওই কারখানায়, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, শনিবার দুপুরে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। তবে সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে দাঁড়িয়েছে ঘিঞ্জি এলাকা। সেখানে দমকলের ইঞ্জিন ঢুকতেই বেগ পেতে হয়।যে এলাকায় আগুন লাগে, সেই এলাকা অতন্ত ঘিঞ্জি। সেই কারণে আগুন কলোনির মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। যার জেরে আতঙ্ক ক্রমশই বাড়ছে।

লেলিহান অগ্নিশিখা কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে দমকল বিভাগ থেকে এলাকাবাসী, সকলেই। চেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণ আনার। কী ভাবে আগুন লাগল ওই কারখানায়? কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না? তা এখনও জানা যায়নি।