Languages

ডেলিভারি বয়ের কাজ করছে AI রোবট! সুইৎজারল্যান্ডে অসাধ্যসাধন

প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে এবার খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল এক বিশেষ রোবট কুকুর। সুইৎজারল্যান্ডের জুরিখ শহরে শুরু হয়েছে এই অভিনব পরিষেবা। ডাচ বহুজাতিক ফুড ডেলিভারি সংস্থা ‘জাস্ট ইট টেকঅ্যাওয়ে ডট কম’ স্থানীয় রোবোটিক্স সংস্থা ‘রিভর’–এর সহযোগিতায় চালু করেছে এআই-চালিত রোবট কুকুরের ডেলিভারি পরিষেবা।

শুধু রোবটই নয়, চারপেয়ে এই যন্ত্র আসলে একেবারে কুকুরের মতো আকৃতির। রেস্তরাঁ থেকে খাবার সংগ্রহ করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—সব দায়িত্ব এখন সামলাচ্ছে এই প্রযুক্তি নির্ভর কুকুর।

‘ফিজিক্যাল এআই’ প্রযুক্তিতে তৈরি রোবট কুকুরটি সিঁড়ি ভাঙতে পারে, রাস্তার বাধা এড়িয়ে চলতে পারে, এমনকি গাড়ি, সাইকেল বা পথচারীর ভিড়েও সহজে ও নিরাপদে চলাচল করতে সক্ষম। ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে এটি খাবার পৌঁছে দিতে পারে এবং যেকোনও আবহাওয়ায় কাজ চালিয়ে যেতে পারে। প্রতিটি ডেলিভারির গতিবিধি রিয়েল টাইমে নজরে রাখা হয়, প্রয়োজনে দূর থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব।

সংস্থা ‘রিভর’ জানিয়েছে, খাবার সরবরাহই নয়, ভবিষ্যতে মুদিখানা সামগ্রী, পার্সেল, প্যাকেজ ও অন্যান্য পণ্য পৌঁছে দিতেও ব্যবহার করা হবে এই রোবট কুকুর।