Languages

জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

ওয়েব ডেস্ক: ওবিসি জট কাটিয়ে প্রকাশ পেল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু মামলায় ওবিসি জটের কারণে ফলপ্রকাশ করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশিত হল।পরীক্ষার হওয়ার ১১৭ দিন পর প্রকাশিত হলো এই প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট। মেধাতালিকার প্রথমেই রয়েছেন পার্ক সার্কাসের ডন বসকোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস। তিনি কল্যাণী মডেল হাই স্কুলের ছাত্র। তৃতীয় দিশান্ত বসু ও চতুর্থ অরিত্র রায়। তাঁরা দু’জনেই রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ আইনি জটিলতার পর রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল। ফলপ্রকাশের পাশাপাশি ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকাও প্রকাশিত হয়েছে শুক্রবার। সেই তালিকায় কলকাতার স্কুলগুলির দাপট অব্যাহত রয়েছে। মেরিট লিস্টে প্রথম দশ জনের মধ্যে চার জনই কলকাতার কোনও স্কুলে পড়াশোনা করেছে।এ বারের পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা ভালো ফল করতে পারেননি, তাদের বলব মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভাল হয় তার প্রস্তুতি নাও। আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”