Languages

বঙ্গ সফরে মোদি, আজই মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধন

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের বঙ্গে মোদির সফর। গত তিন মাসে এই নিয়ে তিন বার সফর করলো প্রধানমন্ত্রী। প্রতিটি মঞ্চেই বিজেপিকে ফিরিয়ে নিয়ে আসার ডাক। এবার আরেক কদম এগিয়ে বঙ্গ সফরের আগেই ট্যুয়িট করে প্রধানমন্ত্রী জানালেন , বাংলার বিজেপি কর্মী দের সঙ্গে দেখা করার জন্য তিনি অপেক্ষা করছেন । উন্নয়ন তার হাতিয়ার। মানুষ বিজেপিকে চাইছে। শাসকদলের কড়া সমালোচনা করেন তিনি । দমদম মঞ্চে দেখা যাক প্রধানমন্ত্রী কি কি বলেন সেই দিকে তাকিয়ে দলীয় কর্মীরা। এদিন কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদি।

১৬ বছর আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রী হিসাবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন মমতাই। পরবর্তীতে বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল। বিধানসভা ভোটের মুখে রাজ্যবসীর মন পেতে লোকদেখানো উদ্বোধনে আসছেন মোদি।

আজ শুক্রবার বিকেল ৪ টে বেজে ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন মোদি। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন।নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।

যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফর করবেন প্রধানমন্ত্রী। তারপর একই রুটে ফিরবেন তিনি। উদ্বোধনের পর দমদমে সভা করবেন মোদি। সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।