Languages

হামাসকে শেষবারের মতো সাবধান করল ইজরায়েল! এবার কী হবে?

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে, সব জিম্মিকে মুক্ত না করে এবং ইজরায়েলের শর্ত মেনে যুদ্ধ শেষ না করে, তবে গাজা শহরকে ধ্বংস করে দেওয়া হবে। গাজায় বৃহত্তর সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই এই হুমকি এসেছে।

সামাজিক মাধ্যমে কাটজ লিখেছেন, “শিগগিরই গাজার হামাসের খুনিদের ও ধর্ষকদের মাথার ওপর নরকের দরজা খুলে যাবে—যতক্ষণ না তারা আমাদের শর্ত মানে, বিশেষ করে জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ।” তিনি আরও বলেন, যদি হামাস অস্বীকার করে, তবে গাজা শহর হবে দ্বিতীয় রাফাহ ও বেইত হানুন—দুটি শহরই পূর্ববর্তী অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

এর আগের দিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাদের গাজা শহর দখলের অনুমতি দেন। একইসঙ্গে তিনি বাকি সব জিম্মি মুক্ত করতে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন। নেতানিয়াহুর দাবি, জিম্মি মুক্তি ও হামাসকে পরাজিত করার লড়াই একসঙ্গেই চলবে।

প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার অনুমোদন দিয়েছে। তবে হামাস গৃহীত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইজরায়েলের আনুষ্ঠানিক জবাব দিতে বিলম্ব করায় আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।