Languages

বিপর্যস্ত উত্তরাখণ্ড! বন্ধ করে দেওয়া হল চারধাম যাত্রা

ওয়েব ডেস্ক:  উত্তরাখণ্ডে টানা ভারী বর্ষণের জেরে ব্যাহত হল চার ধাম যাত্রা। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধস ঘটে, যার ফলে ১৫৫টিরও বেশি সড়ক বন্ধ হয়ে যায়। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সড়কও রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই রাজ্যের চারটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার ও শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন বদ্রীনাথগামী যাত্রীরা। চামোলি জেলার কামেরা, ভানেরপানি এবং পাগল নালায় ভূমিধসের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল টানা তিন ঘণ্টার চেষ্টায় রাস্তা পরিষ্কার করে। এর পর পুলিশি নজরদারিতে আটকে পড়া তীর্থযাত্রীরা তাঁদের যাত্রা পুনরায় শুরু করেন।

উত্তরকাশী জেলার অবস্থাও কম ভয়াবহ নয়। গঙ্গোত্রী ও যমুনোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিন আগে ধরালি গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া গঙ্গোত্রী মহাসড়ক আবারও ধরাসু ও সোনগড় এলাকায় বন্ধ হয়ে যায়। একইভাবে যমুনোত্রী মহাসড়কের কুঠনাউর ও নারদছট্টি অংশও অবরুদ্ধ হয়ে পড়ে। তবে জেলা দুর্যোগ মুকাবিলা দলের দ্রুত পদক্ষেপে কয়েক ঘণ্টার মধ্যে রাস্তা আংশিকভাবে চালু করা হয়।

এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গড়ে ১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষত চম্পাবন্ত, বাগেশ্বর, নৈনিতাল, দেহরাদুন, হরিদ্বার ও চামোলিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর বাগেশ্বর ও চম্পাবন্তে শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া পাহাড় লাগোয়া জেলাগুলির পাশাপাশি উধম সিং নগরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।