Languages

একটানা বৃষ্টি, মোদির সভাস্থলের বিপর্যস্ত চেহারা

 

ওয়েব ডেস্ক: ফের রাজ্যে আসছেন মোদি। তবে এবার কোন জনসভার পাশাপাশি, মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন তিনি। শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩টি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। সঙ্গে দমদমের সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক এবং রাজনৈতিক সভাও করার কথা আছে তাঁর। কিন্তু যে মাঠে প্রধানমন্ত্রীর-এর সভাস্থলের হিসাবে বেছে নেওয়া হয়েছে, সেই মাঠের অবস্থা অত্যন্ত খারাপ। ক্রমাগত বৃষ্টির কারণে জলকাদায় তার বিপর্যস্ত চেহারা। মাঠের পরিস্থিতি ভালো করতে আর্থমুভার, পেলোডার, রোলার নিয়ে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামতে হয়েছে বঙ্গ বিজেপি-কে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।

প্রধানমন্ত্রী আসলে নিরাপত্তার দীপ্তি বিশেষভাবে খতিয়ে রাখা হয় অন্যান্য বারের মতো এবারও তার অন্যথা হয়নি। পাশাপাশি যেই মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন তার পরিস্থিতি অত্যন্ত দ্রুত ঠিক করার চেষ্টা চলছে।

জল কাদা জমে গিয়ে অত্যন্ত বিপজ্জনক অবস্থা হয়ে গিয়েছে ওই মাঠের। জনসভার দিন যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই আগেভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দমদম সেন্ট্রাল জেল ময়দানকে প্রধানমন্ত্রীর স্বভাব স্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। মাঠের মধ্যে বেশ কয়েক দিন ধরে জল জমে থাকার কারণে বাসা বেধেছে সাপ। পাম্পের সাহায্যে সেই জল বার করা হয়। জল থাকার কারণে মাঠে প্রচুর সাপও ছিল। জল বার করায় বেশ কিছু সাপ বেরিয়ে গিয়েছে। তবে মাঠে সভা চলাকালীন যাতে সাপের উপদ্রব না হয়, সেই কথা মাথায় রেখে মাঠের চারদিকে ভাল করে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। ময়দান সংলগ্ন ঝোপঝাড়ও কাটা হয়েছে।