Languages

অগ্নি ৫ মিসাইলের শক্তি কতটা জানেন?

ওয়েব ডেস্ক: ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে পরীক্ষা করে ভারত । প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় সব কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড নিশ্চিত করা হয়েছে। এই মিসাইলটি দিঘা, এমনকী বাংলাদেশ থেকেও দেখা গিয়েছে।

এটি দেশের প্রথম ও একমাত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অগ্নি-৫ এর আক্রমণের পরিধি ৫০০০ কিলোমিটারেরও বেশি। এই সফল পরীক্ষার পর চিনের যেকোনও অংশ অগ্নি ৫-এর হিট রেঞ্জের মধ্যে চলে এল। পাশাপাশি এই অত্যাধুনিক মিসাইল ইউরোপ ও আফ্রিকার অনেক অংশে হানা দিতে পারবে। ততটাই পরিধি রয়েছে এই অগ্নি ৫-এর । এমআইআরভি প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে চোখের পলকে তা ধ্বংস করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন, ফ্রান্স এবং ব্রিটেনের পরে এই প্রযুক্তি অর্জনকারী ষষ্ঠ দেশ ভারত। রোড-মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা যাবে। এই মিসাইলটিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে ডিআরডিও। পরীক্ষার সময় সমুদ্রবাহী জাহাজ, রাডার দিয়ে ক্ষেপণাস্ত্রটির রিয়েল-টাইম ফ্লাইট অ্যাসেসমেন্ট করা হয়।