Languages

রাশিয়ার উপর চাপ বাড়াতে ভারতের উপর শুল্কবৃদ্ধি!

ওয়েব ডেস্ক: ভারতের সঙ্গে রাশিয়ার সখ্যতা নতুন খবর নয়। তাই ভারতের উপর চাপ বৃদ্ধি করে রাশিয়াকে শিক্ষা দিতে চেয়েছে আমেরিকা। রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে হোয়াইট হাউস সূত্রে।

ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়েছিলেন যেই দেশগুলো মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক চাপিয়েছে, সেই দেশগুলোর পণ্যের ওপরেও অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। সেই মতো ২৫ শতাংশ শুল্ক প্রথমে ভারতের ওপর চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ভারত রাশিয়ার থেকে একটা বিশাল পরিমাণ তেল কেনে। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট শাস্তিস্বরূপ আরো ২৫ শতাংশ শুল্ক অরোপ করে। এর ফলে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে যেতে ৫০ শতাংশ শুরু দিতে হয়। এই প্রসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার তেল বিক্রির খদ্দের কমিয়ে চাপ বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত।

রাশিয়ার সঙ্গে অপরিশোধিত তেল বাণিজ্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ ভারতীয় রফতানি এবং ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।