ওয়েব ডেস্ক: গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন। সাগরদীঘিতে অগ্নিদগ্ধ ১০ জন। গুরুতর আহতদের চিকিৎসা চলছে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে হাজির রয়েছেন সাগরদীঘির বিডিও সঞ্জয় সিকদার ও ওসি অভিজিৎ সরকার।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাগরদীঘির বেলসন্ডা এলাকায় একটি বাড়িতে আচমকাই আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আগুনের ছড়িয়ে পড়ে বাড়ির সর্বত্র। এই ঘটনার জেরে রান্না ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বাড়িতে অগ্নিদগ্ধ হয় প্রায় ১০ জন। আগুন প্রথমে নজরে আসে স্থানীয়দের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রাই খবর দেন থানায় এবং দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে সেই বাড়িতে কিভাবে আগুন লাগল তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।