Languages

৩০ দিন ধরে জেল ‘বন্দি’, পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

ওয়েব ডেস্ক: গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেফতার, টানা ৩০ দিন জেলে বন্দিও থাকতে হয়েছে। এমন হলে পদ থেকে সরে যেতে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রীকে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১১৩ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। এই বিলগুলি বুধবারই লোকসভায় পেশ হবে এবং সেগুলিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেবে সরকার। তিনটি বিলে একটি সম্পূর্ণ নতুন আইনি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে যা জম্মু ও কাশ্মীরের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিলে বলা হয়েছে, জেল হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর বরখাস্ত মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে ফের নিয়োগ করা যেতে পারে।

লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, সংবিধানের ৭৫ অনুচ্ছেদে নতুন ৫(এ) ধারা যুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনও রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়, যেখানে ৫ বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে। গ্রেফতার বা আটকের পর যদি টানা ৩০ দিন হেফাজতে রাখা হয়, তবে ৩১ তম দিনে তাঁকে পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে।