Languages

টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর

ওয়েব ডেস্ক: নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুন্ধুমারকাণ্ড। মঙ্গলবার তাঁদের অভিযান ঘিরে তুলকালাম বাধে সল্টলেকের করুণাময়ী চত্বরে। মিছিল শুরু হতেই ধরপাকড় করতে থাকে পুলিশ। অভিযোগ, চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এক চাকরিপ্রার্থীর কথায়, ‘আমরাই একদিন সমাজ গড়ব। অথচ পুলিশ আমাদের সঙ্গে কী করছে দেখুন। অসহায় বেকারত্বের জ্বালায় যাঁরা জ্বলছেন, তাঁদের উপরে পুলিশ অত্যাচার করছে।

বেনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘদিন প্রাথমিক টেট নিতে পারেনি। পাঁচ বছর পরে ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাইমারি টেট হয়। পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশও হয়। কিন্তু অভিযোগ, ফল প্রকাশের পরে এখনও ইন্টারভিউয়ের নোটিস দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। এদিন সকাল থেকেই করুণাময়ী জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে তাঁরা পর্ষদে আন্দোলনের কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের জমায়েতে হঠাতে শুরু করে পুলিশ। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি

জমায়েত হতে না হতেই আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তাতে অনেক চাকরিপ্রার্থীর জামা ছিঁড়ে যায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিতে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা তিন বছর টেট পাশ করে বসে রয়েছি। আমার বাবা-মা তো না খেতে পেয়েই মরে গেল। আর আমরাও তাই হব! এক চাকরিপ্রার্থী বলেন, “পুলিশ তো ক্রিমিন্যালের মতো আমাদের অ্যারেস্ট করছে। রাজ্যটা আসলে ভাতার রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে।”