মধ্যরাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মধ্যমগ্রাম। রবিবার রাত একটা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের কাছে বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে জানা গিয়েছে, ব্যাগে রাখা বিস্ফোরক ফেটে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সচ্চিদানন্দ, বাড়ি উত্তরপ্রদেশে। তিনি আইটিআই পাশ ছিলেন এবং নিজেই বিস্ফোরকটি তৈরি করেছিলেন।
ঘটনার তদন্তভার হাতে নিয়েছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। প্রথমে নাশকতার আশঙ্কা থাকলেও তদন্তে উঠে এসেছে এক ভিন্ন তত্ত্ব। পুলিশের দাবি, এটি মূলত একটি ত্রিকোণ প্রেমঘটিত ঘটনা।
তদন্তে জানা গিয়েছে, মধ্যমগ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সচ্চিদানন্দের। সেই মহিলার স্বামীকে খুন করার পরিকল্পনা নিয়েই উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন তিনি। এজন্যই পেনের মতো একটি ডিভাইসে বিস্ফোরক বানিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন। কিন্তু অসাবধানতাবশত ভুল বোতামে চাপ দেওয়ায় ব্যাগের মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়।
এই বিস্ফোরণে গুরুতর আহত হয়ে সচ্চিদানন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। বর্তমানে এসটিএফ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।