ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে হোয়াইট হাউজে আলোচনায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভোলোদামির জেলেনস্কি। এই বৈঠক থেকে উঠে এসেছে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি সংক্রান্ত তথ্য। বুদ্ধ বন্ধু প্রসঙ্গে জানা গিয়েছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া সম্ভব। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের পর ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। শোনা গিয়েছে,ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ট্রাম্প।
বৈঠক শেষে পুতিনকে ফোন করা হবে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু পরিকল্পনা পরিবর্তন করে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় ৪০ মিনিটের কথোপকথনে যুদ্ধ বন্ধের বিষয়টি উঠে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করার পর ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব।তার জন্য খুব বেশিদিন অপেক্ষাও করতে হবে না। দ্রুত শান্তি স্থাপন করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মুখোমুখি বসিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও করতে চান ডোনাল্ড ট্রাম্প।
বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভালো এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা খুবই সংবেদনশীল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। খবর মিলছে, এ দিনের বৈঠক হয়েছিল ভূমি বিনিময় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ইউক্রেন ও রাশিয়া শান্তি চুক্তির জন্য কী ভূমিকা পালন করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।