ওয়েব ডেস্ক: বক্সঅফিস জুড়ে শুধুই ‘ধূমকেতু’। ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। ধুমকেতুর হাত ধরে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটি। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল চতুর্থ দিনের হল আয়।
প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল চতুর্থ দিনের হল আয়। ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা করেছিল। তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি টাকায়। শুধু তাই নয়য় এই বক্স অফিস কালেকশনের সঙ্গে সঙ্গেই সবমিলিয়ে ৭কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। ফোর্থ ডে-তেও ঝোড়ো ব্যাটিং করেছেন দেব-শুভশ্রী জুটি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে চতুর্থ দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবির মোট আয় ১০.১৬ কোটি টাকা।