ওয়েব ডেস্ক: বাড়িতে অনেকেই শখ করে কুকুর পোষেন। বিভিন্ন ধরনের ব্রিডের কুকুর পছন্দ করেন অনেকে। ছোট থেকে বড় বিদেশি কুকুরের ডিমান্ড এখন বেশি। কুকুর বেশি হোক হবে বেশি, মানুষের মত করে তারা নিজের ভাষা প্রকাশ করতে পারে না। তাই অসহায় কুকুরদের জায়গা হয় রাস্তায় । একসময় যাকে ঘরে মাথায় করে রাখা হতো, বয়স হলে পর তার জায়গা হয় রাস্তায়। চরম অবহেলা তখন তাদের ভাগ্যে। এবার তাদের জন্যই নয়া সিদ্ধান্ত হাওড়া পুরসভার।
শখ করে কেনেন। তারপর শখ মিটে গেলে রাস্তায় ফেলে দেন। বাড়ির পোষ্যদের সঙ্গে এরকম নিষ্ঠুর ঘটনা আটকাতে লাইসেন্স ব্যবস্থা শুরু করল হাওড়া পুরসভা। বিদেশি প্রজাতির কুকুর রাখলে অনলাইনে লাইসেন্স করাতে হবে। এই বাবদ বছরে দিতে হবে ১৫০ টাকা। পুরসভার সাইটে আবেদন, পুনর্নবীকরণ করাতে পারবেন পোষ্য মালিক। দিতে হবে পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট ও মালিকের আধারের তথ্য। বিদেশি পাখির বিষয়েও এই ভাবনা পুর কর্তৃপক্ষের।
অনেক সময় দেখা গেছে বহু বিদেশী কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার কারণ তাদের বয়স হয়ে গিয়েছে। বয়স হয়ে গেলে কদর কমে যায়, সেই কারণেই চরম অবহেলায় ফুটপাতি তাদের আশ্রয় হয়ে ওঠে। কিন্তু এবার থেকে সেই রাস্তা বন্ধ করে দিল হাওড়া পুরসভা।