ভারতের এশিয়া কাপ দল ঘোষণা ঘিরে চলছিল টানটান জল্পনা। অবশেষে মঙ্গলবার বিকেলে মুম্বইয়ে বৈঠকের পর নির্বাচকেরা প্রকাশ করলেন ১৫ জনের স্কোয়াড। বৃষ্টির কারণে বৈঠক দেরিতে শুরু হওয়ায় ঘোষণা পিছিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল জানাল বিসিসিআই।
সবচেয়ে বড় চমক শুভমন গিলকে নিয়ে। তাঁকে শুধু দলে রাখা হয়নি, সহ-অধিনায়কও করা হয়েছে। কয়েকটি সিরিজে বাইরে থাকার পর ফের পুরনো ভূমিকায় ফিরে এলেন তিনি। অন্যদিকে, আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করলেও মূল দলে জায়গা হয়নি যশস্বী জয়সওয়ালের। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। একই অবস্থায় রয়েছেন রিয়ান পরাগ ও শ্রেয়স আয়ারও।
অন্যদিকে, অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সুযোগ পেয়েছেন কেকেআরের তারকা রিঙ্কু সিংহ। ব্যাটার হিসেবে তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকেরা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা হয়েছে জিতেশ শর্মার।
অলরাউন্ডার বিভাগে রয়েছেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে (পেস বোলিং অলরাউন্ডার) এবং অক্ষর পটেল (স্পিন অলরাউন্ডার)। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে আছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ এবং কেকেআরের তরুণ গতি তারকা হর্ষিত রানা।
১৫ জনের মূল দলের পাশাপাশি পাঁচ জন স্ট্যান্ড বাই রাখা হয়েছে— প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। প্রয়োজনে তাঁদের কাউকে ডাকা হবে মূল দলে।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া ভারতের এই দল এশিয়া কাপে কতটা সফল হয়, এখন তাকিয়ে সেই দিকেই ক্রিকেটপ্রেমীরা।