ওয়েব ডেস্ক: হাতে ছাতা, জলের বোতল নিয়ে লন্ডনের রাস্তায় আমজনতার মতোই হেঁটে-চলে বেড়াচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের সঙ্গে ছিলেন দুই সন্তানও। তাঁদের দেখেই এগিয়ে আসেন স্থানীয়রা। বিরাট-অনুষ্কা তাঁদের সঙ্গে কথাও বলেন। সেই সঙ্গে অনুষ্কা ও দুই সন্তানের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে বিরাটকে। এই ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছ।
বিরাট এখন সপরিবারে লন্ডনে রয়েছেন। লন্ডনের রাস্তায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে দেখা যায়। সাধারণ পোশাক পরে, ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এই দম্পতি ধরা পড়লেন এক ভক্তের ক্যামেরায়। শুধু তাই নয়, তাঁদেরকে এক পথচারীর সঙ্গে হালকা মেজাজে কথা বলতে ও হাসাহাসি করতেও দেখা যায়। কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই, একেবারে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিলেন বিরাট ও অনুষ্কা।
VIRAT KOHLI & ANUSHKA SHARMA AT THE LONDON STREETS. ❤️
— Tanuj (@ImTanujSingh) August 17, 2025
২০২৪ সাল থেকে পরিবার নিয়ে বিরাট লন্ডনেই থাকেন। তাঁর এবারের ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক এখন ‘খ্যাতির উপরে শান্তি’ খুঁজে পেয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বিরাট কোহলি। এরপর টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের আগেই সকলকে হতবাক করে দিয়ে লাল বলের ক্রিকেটকেও আলবিদা জানান।