ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী গুজরাট। সুইফ্ট-এসইউভি সংঘর্ষের জেরে জীবন্ত ঝলসে মৃত্যু হল ৮ জনের। মৃতদের মধ্যে দুজন শিশু ও ৫ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ওয়াধওয়ান তালুকের দেদাদারা গ্রামের কাছেঅবস্থিত জাতীয় সড়কে। একটি সুইফ্ট গাড়ির সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় সুইফ্টটি। খাদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে । গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৮ জন যাত্রীর।
এসইউভিতে ৩ জন যাত্রী ছিলেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। তারা তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।