রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, খুব শীঘ্রই চালু হবে ‘শ্রমশ্রী’ নামের একটি পোর্টাল। সেখানে নাম নথিভুক্ত করলেই পরিযায়ী শ্রমিকেরা পাবেন পরিচয়পত্র।
এর আগে শ্রমিকদের জন্য ‘কর্মসাথী’ নামের একটি পোর্টাল চালু হয়েছিল। তবে নতুন ‘শ্রমশ্রী’ মূলত ভিনরাজ্যে কর্মরত এবং সম্প্রতি বাংলায় ফিরে আসা শ্রমিকদের জন্য নির্দিষ্ট হবে। শ্রম দফতরের আধিকারিকদের বক্তব্য, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নানাবিধ কারণে রাজ্যে ফেরা শ্রমিকদেরও এই পরিচয়পত্র দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বাংলার বাইরে কর্মরত প্রায় ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন। যাঁরা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁরাও সুবিধা পাবেন। গত কয়েক দিনে প্রায় ১০ হাজার শ্রমিক বাংলায় ফিরেছেন, তাঁদেরও দেওয়া হবে পরিচয়পত্র।
পরিচয়পত্রের পাশাপাশি মিলবে আর্থিক সহায়তাও। ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি, বিকল্প কাজের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত এক বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। এর সঙ্গে থাকবে রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-এর আবহে এই সিদ্ধান্তের মধ্যে শাসক দলের সাংগঠনিক কৌশলও রয়েছে। বিশেষত সংখ্যালঘু শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায়, তাঁদের রাজ্যে ফিরিয়ে আনতে এবং জনসমর্থনের ভিত্তি আরও শক্ত করতে তৃণমূল এই উদ্যোগ নিয়েছে বলেই অনেকের মত।