বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। সোমবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ওড়িশা-অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি সরে গিয়ে বর্তমানে ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। খুব শিগগিরই সেটি গুজরাতের দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর কারণে মৌসুমী অক্ষরেখা ওড়িশার দিকে সরে গিয়েছে। এর জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার কলকাতা-সহ মোট ৯ জেলাতে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার ও বুধবার ফের কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
কলকাতায় রবিবার মেঘলা আকাশের পাশাপাশি কয়েক দফা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে, আর বৃষ্টি না হলে সেই অস্বস্তি আরও বাড়তে পারে।
রবিবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। মঙ্গলবার কিছুটা বিরতি মিললেও বুধবার থেকে ফের দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে।