ওয়েব ডেস্ক: বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। সেখানে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন তিনি। বিহারে এস আই আর করা প্রসঙ্গে এবার সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী। বিহারের সাসারাম ভোটার অধিকার যাত্রার মাধ্যমে তার প্রতিবাদ ফুটে উঠেছে।
এদিন তিনি অভিযোগ করে বলেছেন, গোটা দেশেই ভোট চুরি করা হচ্ছে। ভোট চুরি আমরা বন্ধ করব। বিজেপিকে নিশানা করে তার মন্তব্য, ষড়যন্ত্র করে বিহারে এস আই আর পরিচালনা করে নির্বাচন করাই ওদের কাজ। বিরোধী জোট সকলেই এই মঞ্চ থেকে জানাচ্ছে, নির্বাচন চুরি করতে দেওয়া হবে না। রাহুল গান্ধী আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি সত্যিকারের জাতিগত জনগণনা করাবেন না। কিন্তু ইন্ডি জোট দেশে সত্যিকারের জাতিগত জনগণনা নিশ্চিত করবে। এসআইআর-এর সত্য প্রকাশ করব।