ফের ভূস্বর্গে বিপর্যয়। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারালেন অন্তত চার জন। ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রবিবার জেলা প্রশাসনের অধিকর্তারা জানিয়েছেন, শনিবার ও রবিবারের মাঝরাতে রাজবাগ এলাকার জোড় ঘাটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি আঘাত হানে। প্রবল বর্ষণে গ্রামটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জমি ও সম্পত্তির কিছু ক্ষতিও হয়।
খবর পেয়ে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-এর যৌথ দল স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। চার জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। আহত ছয় জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, ভূমিধসের ঘটনাও ঘটেছে কাঠুয়া থানার অন্তর্গত বাগার্ড ও চানগদা গ্রামে, এছাড়া লাখনপুর থানার দিলওয়ান-হাটলি এলাকাতেও। তবে সেসব স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে অধিকাংশ জলাধারের জলস্তর দ্রুত বেড়ে গেছে। উঝ নদীর জল এখন বিপদসীমার কাছাকাছি বইছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি নদী-নালা ও জলাশয়ের কাছ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।