ওয়েব ডেস্ক: শুক্রবার কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগেই জানিয়ে ছিলেন যে তিনি নিজের পরবর্তী ছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার কলকাতায় লঞ্চ করবেন। সেই মতো শনিবার বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান চলছিল। কিন্তু মাঝেই ঘটল বিপত্তি ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার শহরের এক পাঁচতারা হোটেলে ছিল সেই ছবির ট্রেলার লঞ্চ। কিন্তু তার আগেই বিপত্তি। অনুষ্ঠান শুরু হওয়ার পরই হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেন এই ছবির ট্রেলার দেখানো যাবে না। প্রসঙ্গত, ছবির ট্রেলার লঞ্চের জন্যই কলকাতায় এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী পল্লবী যোশী।
বিবেকের দাবি, তিনি স্টেজে থাকাকালীন হোটেল কর্তৃপক্ষ এসে বলে, এখানে ট্রেলার লঞ্চ করা যাবে না। তাঁর অভিযোগ, এর পেছনেও রাজ্য সরকারের চাপ রয়েছে। যে কারণে এই চাপানউতোর শুরু হয়েছে। বিবেক অগ্নিহোত্রী মঞ্চেই অভিযোগ জানান যে তাঁকে এই ট্রেলার লঞ্চ করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন আমায় বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণই খুঁজে পাচ্ছি না। কে বাধা দিচ্ছেন পরিচালককে? এই প্রশ্নের উত্তরে বিবেক অগ্নিহোত্রী জানান, সকলেই জানেন যে এ রাজ্যে কারা সবচেয়ে ক্ষমতাশালী। হোটেল কর্তৃপক্ষ পরিচালককে জানিয়েছে যে এই ছবির ট্রেলার এখানে দেখানো যাবে না। বেশ কিছু দিনের টালবাহানার পর অবশেষে চালানো হয়েছে ছির ট্রেলার। কিন্তু তারপরেও বাধা। প্রদর্শন কক্ষে বিস্তর ঝামেলা। হোটেল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে কোনও উত্তরই পাওয়া যায়নি।