Languages

না ফেরার দেশে নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন না ফেরার দেশে চলে গেলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। মাথায় গুরুতর আঘাত নিয়ে সংজ্ঞাহীন অবস্থায় গত ৮ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। লা গণেশনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,উনি তামিলনাড়ুতে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে কঠোর শ্রম করেছিলেন। তামিল সংস্কৃতির প্রতিও তিনি গভীর আবেগপ্রবণ ছিলেন। ওঁর পরিবার ও অনুরাগীদের সহমর্মিতা জানাই। ওম শান্তি।

২০২১ সালের ২২ অগস্ট মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে বাংলার রাজ্যপাল পদেও অতিরিক্ত দায়িত্ব নিয়েছিলেন তিনি। উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য জগদীপ ধনখড় রাজ্যপালের পদ ছাড়ার পর দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণ করার আগে পর্যন্ত রাজভবনের দায়িত্ব সামলেছেন তিনি।