ওয়েব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য আলাস্কার রওনা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার অ্যাঙ্কোরেজে অবস্থিত এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পাশাপাশি পুতিনও অ্যাঙ্কোরেজে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের আলোচনার আগে অ্যাঙ্কোরেজে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে বৈঠক সারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুই প্রেসিডেন্টের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে প্রথম দফার বৈঠকে ট্রাম্প ও পুতিন ছাড়া ঘরে উপস্থিত ছিলেন শুধু মাত্র অনুবাদক। তাই সেই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
দুজনের মধ্যে কোনও চুক্তি হয়েছে কিনা তা নিশ্চিত নয়। তবে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একাধিক বৈঠক রয়েছে। সেখান থেকে বিষয়টি স্পষ্ট হতে পারে বলে জানা যাচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হয়েছে কিনা সেটাও জানা যায়নি। তবে এই বৈঠকে হাজির ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। তুমি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার আস্থা রয়েছে।