ওয়েব ডেস্ক: আসন্ন ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর নিলামের আগে ক্রিকেট মহলে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম সঞ্জু স্যামসন। ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন দল ছাড়তে ইচ্ছুক। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া পরামর্শ দিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) উচিত সঞ্জুকে দলে টেনে আনা।
আকাশ চোপড়ার মতে, যদি কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেয়, তাহলে প্রায় ২৪ কোটি টাকা হাতে আসবে, যা দিয়ে সঞ্জুকে দলে নেওয়া সম্ভব হবে। কেকেআরের দলে বর্তমানে কোনও ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নেই। গত মরশুমে কুইন্টন ডি’কক ও রহমানউল্লাহ গুরবাজ বিশেষ প্রভাব ফেলতে পারেননি। তাই সঞ্জু হলে একসঙ্গে উইকেটকিপার, ব্যাটসম্যান এবং অভিজ্ঞ অধিনায়ক—সব সমস্যার সমাধান হতে পারে।
যদিও চেন্নাই সুপার কিংসও সঞ্জুকে নিতে আগ্রহী হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে সেই সম্ভাবনা তুলনামূলক কম। কেকেআরে যোগ দিলে সঞ্জুকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা যেতে পারে। রাজস্থানের হয়ে গত চার বছর অধিনায়কত্ব করেছেন তিনি, ২০২২ সালে দলকে ফাইনালে তুলেছেন, ফলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও যথেষ্ট।
এছাড়া সঞ্জু এলে কেকেআরের ওপেনারের সমস্যাও মিটবে। সুনীল নারাইনের সঙ্গে ওপেন করতে নামতে পারেন তিনি। কুইন্টন ডি’কক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ফর্মেও নেই, ফলে তাঁর পরিবর্ত হিসেবে সঞ্জু কার্যকর বিকল্প। আর্থিক দিক থেকেও কেকেআরের পক্ষে সঞ্জুকে কেনা সম্ভব—ডি’কক, অনরিখ নোখিয়ে ও ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে প্রায় ৪০ কোটি টাকা হাতে আসবে। এখন নজর থাকবে নিলামের দিকে—চেন্নাই ও কলকাতার লড়াইয়ে শেষ পর্যন্ত সঞ্জুর জন্য বাজিমাত করে কোন দল, সেটিই দেখার।