ওয়েব ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে রেড রোড যেন উৎসবের মঞ্চ। সকাল থেকেই চারিদিকে দেশাত্মবোধের সুর, পতাকার রঙে মোড়া পরিবেশ। প্রতিবারের মতো শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজ শুরুর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর গ্রহণ করেন গার্ড অফ অনার। এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ছ’জন পুলিশকর্তাকে সম্মানিত করেন তিনি। রেড রোডে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাজ্যের বিভিন্ন দফতরের মনোমুগ্ধকর ট্যাবলো নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
স্বাধীনতা দিবস উদযাপন কলকাতার রেড রোড ছোঁয়া রেখে গেল রাজনৈতিক ইস্যুগুলির। প্রতিবছরের ন্যয় এই বছরও স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসে বাদ পড়ল না প্রকল্পের কথাও। রেড রোডে ‘নারীশক্তি’ প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হল কন্যাশ্রীর সাফল্য। আর সেই প্রদর্শনীর সময়ে বাজল মুখ্যমন্ত্রী লেখা ও সুর দেওয়া একটি গান। পাশাপাশি, শ্রম দফতরের তরফে আবার যখন রেড রোডে পদযাত্রা শুরু হল, সেই সময়ও স্পিকারে বাজতে শোনা গেল মুখ্য়মন্ত্রীর লেখা একটি গানের অংশ ‘বাংলা জিতবে, জিতবে…’। ওয়াকিবহাল মহল বলছে, ইঙ্গিত স্পষ্ট। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান থেকেও বাঙালি অস্মিতাতেই জোর রাজ্য সরকারের।
বাংলা ভাষা, বাংলার বিপ্লবীরাও বাদ যেতে পারে না। বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় দেখা গেল সেই ছবি। হাতে বাংলা-সহ নানা ভাষা বর্ণ লেখা পোস্টার নিয়ে হেঁটে যাচ্ছেন পড়ুয়ারা। হিন্দি মাধ্যমের স্কুল হোক বা গোর্খা স্কুল, তাদের পোস্টারও লেখা রয়েছে বাংলায়। এমনকি, কলকাতা প্রথম সারির ইংরেজি মাধ্যমের স্কুল লরেটো হাউসের পদযাত্রায় দেখা গেল বাংলায় লেখা পোস্টার।