ওয়েব ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন। প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। এবারও তার অন্যথা হয়নি। পতাকা উত্তোলনের পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী।১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঐতিহ্য অব্যাহত রয়েছে।
শুক্রবার সকাল সকাল লালকেল্লা এ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই দেশের পতাকা উত্তোলন করেছেন। দেশের নিরাপত্তার স্বার্থে একাধিক বার বার্তা দিতে সোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবারও তেমন বার্তাই দিচ্ছেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা লালকেল্লা চত্বরকে করান নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। শুধু লালকেল্লাই নয়, দেশের বিভিন্ন জায়গা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কড়া নজর রাখা হচ্ছে। পতাকা উত্তোলনে সাহায্য করবেন ফ্লাইং অফিসার রাশিকা শর্মা। বিমান বাহিনীর ব্যান্ড জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা। ১১ জন অগ্নিবীর সঙ্গীত পরিবেশনার জন্য যোগ দিয়েছেন।