ওয়েব ডেস্ক: রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিপত্তি। প্রথমে তীব্র বৃষ্টি, তারপরেই প্রবল রোদ। তাতেই অসুস্থ হয়ে পড়ে ২০-২৫ জন পড়ুয়া। তাদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রীর সামনে পারফর্ম চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইমারজেন্সি ওয়ার্ডে অসুস্থদের চিকিৎসা চলছে। সিপি মনোজ ভার্মা ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তাদেরকে দেখে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন সুস্থ রয়েছেন পড়ুয়ারা। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। শরীরে অক্সিজেন লেভেল থেকে শুরু করে সবটাই ঠিকঠাক রয়েছে।
উল্লেখ্য, রেড রোডে মহড়া চলাকালীন এরকম অসুস্থ হয়ে পড়েছিলেন একাধিক পড়ুয়া ও পুলিশকর্মী। রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ ছাত্রী। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছে তাঁরা। অসুস্থ হয়ে পড়েছেন ২ পুলিশকর্মীও। মহড়া চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছে ৪ পড়ুয়া। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রোদ এবং গরমের জেরে অসুস্থ হয়ে পড়েছে ৪ জন স্কুলছাত্রী। গরমের জন্য আরও ২ পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। গরমের কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।জানা গিয়েছে, প্রতিবারই রেডরোডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেখানে অংশ নয় স্কুল পড়ুয়ারাও। তারজন্য আগে থেকে মহড়া করা হয়। সেই মহড়ায় গিয়েই অসুস্থ পড়ুয়ারা। তবে তাঁদের শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। দুইদিন ধরে রোদের তেজ বেশ কিছুটা বেশি ছিল।