Languages

নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণে জারি হলুদ সতর্কতা, উত্তরবঙ্গের কী পরিস্থিতি? দেখুন

ওয়েব ডেস্ক: বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে চলছে একটানা বৃষ্টি। এর মধ্যেই হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিল। পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে না। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়ার দফতর জানাছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। যার প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি না পড়লে ভোগান্তি আছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, সেইসঙ্গে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কোনও কোনও জেলায়। অনেকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। শুক্র ও শনিবারও একই রকম থাকতে পারে আবহাওয়া। বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর পুরুলিয়া ও হাওড়ায়। শনিবার, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অংশে। সব জেলায় জারি করা হয়েছে সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার উত্তরবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাহাড়ি অঞ্চলগুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে। অবিরাম বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে।