Languages

রেল কামরায় মদের বোতল! ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক

ট্রেনের এসি নষ্টের অভিযোগ থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য। লখনউ-বারাউনি এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরার এসি ঠিকমতো কাজ না করায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে মেরামত কর্মীরা এসে ডাক্ট খুলতেই চোখ কপালে উঠে যায় সবার। এসির ভিতরে থরে থরে সাজানো ছিল কাগজে মোড়া প্রায় ১৫০টি মদের বোতল।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ট্রেনের দ্বিতীয় শ্রেণির এসি কামরায় ৪০ নম্বর আসনের যাত্রী বিপিন কুমার অভিযোগ করেন, কামরা ঠান্ডা হচ্ছে না। অভিযোগ পেয়ে রেলের কর্মীরা ডাক্ট খুলে পরীক্ষা করতে গিয়ে বোতলগুলির সন্ধান পান। সঙ্গে সঙ্গে আরপিএফ এবং জিআরপি কর্মীদের ডেকে আনা হয় এবং পুরো কোচের ডাক্ট খুলে উদ্ধার করা হয় সব বোতল।

আরপিএফ লখনউ জংশনের পরিদর্শক অমিত রাই জানান, গোন্ডা স্টেশনের কাছে ট্রেন থেকে ২২টি প্যাকেট উদ্ধার হয়েছে, যাতে ছিল মদের বোতল। রেল কর্তৃপক্ষের ধারণা, এগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, এর আগেও এই ট্রেনে মদ পাচারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও ঘটনাটি রেল নিরাপত্তা ব্যবস্থায় নতুন প্রশ্ন তুলেছে।