ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। স্পেন থেকে সেখানে নামার পরপরই তাঁকে আটক করা হয়। স্পেনে বসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ফার্মেসিতে বি-টেক ডিগ্রি নিয়ে যাদবপুর থেকে পাশ করার পর হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণার কাজে যুক্ত। বুধবার তিনি স্পেন থেকে দেশে ফেরেন। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় হিন্দোলকে। জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে এর আগে একাধিকবার নোটিস দেওয়া হয়। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট জারি করা হয়।
গতকাল অর্থাৎ বুধবার অভিযুক্ত দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে-সঙ্গে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার তাঁকে পাটিওয়ালা হাউস কোর্টে তোলা হয়। যদিও, ধৃতের মা-বাবার প্রশ্ন, তাঁদের ছেলে ইমেল করার পরও কেন পুলিশ এভাবে হেনস্থা করছে?