ওয়েব ডেস্ক: ধর্ষিতার নাম প্রকাশের অভিযোগে অভিযুক্ত স্বাতী মালিওয়ালকে বেকসুর মুক্তি দিল দিল্লির আদালত। বুধবার দিল্লির একটি আদালত সাংসদ এবং দিল্লি কমিশন ফর উইমেন এর প্রাক্তন চেয়ারপারসন স্বাতী মালিওয়ালকে মুক্ত ঘোষণা করেছে।
জানা গিয়েছে , এক ধর্ষিতা নাবালিকার পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠেছিল স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট নেহা মিত্তল ডিসিডব্লিউ-এর তৎকালীন জনসংযোগ কর্মকর্তা ভূপেন্দ্র সিংকেও মুক্তি দিয়েছে।
অভিযোগ, স্বাতী মালিওয়ালের নির্দেশে ভূপেন্দ্র সিং নাবালিকা নাম সংবাদমাধ্যমে প্রকাশ করেছিলেন। নিয়ম অনুযায়ী ধর্ষিতার পরিচয় প্রকাশ করা যায় না।
এফ আই আরে অভিযোগ, স্বাতী মালিওয়াল সেই ধর্ষণের তদন্তের তথ্য জানতে একটি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশ ইচ্ছাকৃতভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হয়েছিল। সংবাদ মাধ্যমেও সেটি দেখানো হয়। এদিন আদালত জানিয়েছে, নাবালিকার পরিচয় প্রকাশ এবং সংবাদমাধ্যমের সঙ্গে ভূপেন্দ্র সিংয়ের যোগাযোগ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল নাবালিকা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে একটি নোটিশ দিয়েছিলেন স্বাতী মালিওয়াল। সেটি প্রকাশ্যে এসে যাবার পর, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মামলায় অবশেষে মুক্তি পেয়েছেন স্বাতী মালিওয়াল।