Languages

কন্যাশ্রীর দ্বাদশ বর্ষ উদযাপনেও বাংলা ভাষার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: আজ কন্যাশ্রী দিবস। ২০১৩ সালের ১৪ আগষ্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের। আজ ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা-সহ অন্যান্যরা। কন্যাশ্রী দ্বাদশ বর্ষ উদযাপনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েও বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের উদ্দেশে বললেন, সব ভাষাই শিখতে হবে। তা জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু বাংলা ভাষা, নিজের মাতৃভাষাকে ভুললে চলবে না।

এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরেন। জানান, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে শীর্ষে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের জেরেই স্কুলছুট কমেছে। সবুজসাথী প্রকল্পে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসে ফের সাইকেল দেওয়া হবে বলেও ঘোষণা করেন। এরপরই অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান, যেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয়। পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ৯৩ লক্ষেরও বেশি কন্যাশ্রী এখন বাংলায়। কিন্তু সেটা এক কোটি করার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই প্রকল্পের ১৭ হাজার কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল স্কুলে। এখন কলেজে কন্যাশ্রী ২, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী ৩ পান।”রাত পোহালেই স্বাধীনতা দিবস। সে নিয়ে কথা বলতে গিয়েই এই প্রসঙ্গে উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, ” প্রয়োজনে ইংরাজি ভাষা দরকার, কিন্তু মাতৃভাষা বাংলাকে কখনও ভুলবেন না।