ওয়েব ডেস্ক: গত ছ’মাস যেন স্বপ্নের মতো কেটেছে ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশীর জীবনে। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এর পর ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে থেকেও দুর্দান্ত ব্যাটিং ফর্ম বজায় রেখেছেন।
ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর বৈভবকে নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। তাকে পাঠানো হয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ), যেখানে বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং কৌশল রপ্ত করানো হচ্ছে। এই প্রোগ্রামের লক্ষ্য—তাকে সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করে তোলা।
২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা ভারত ‘এ’ দলের সিরিজের আগে বৈভবকে বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ বিশেষ অনুশীলনে রাখা হয়েছে। জানা গিয়েছে, ইংল্যান্ড থেকে ফিরে প্রথমে রাজস্থান রয়্যালস অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেন তিনি, তারপর ১০ অগস্ট থেকে বেঙ্গালুরুর এই বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমানতালে পারফর্ম করার মানসিক ও শারীরিক প্রস্তুতি দিতেই এই পরিকল্পনা।
বৈভবের শৈশবের কোচ মণীশ ওঝা বলেন, “বিসিসিআই ভবিষ্যতের জন্য ভাবছে। সিনিয়র খেলোয়াড়দের অবসরের পর যে শূন্যতা তৈরি হবে, সেটি পূরণ করতে তরুণদের এখন থেকেই প্রস্তুত রাখা হচ্ছে। প্রয়োজনে বৈভব যেন প্রস্তুত থাকে, সেটাই লক্ষ্য।”