ওয়েব ডেস্ক: নিত্য যাত্রীদের জন্য দুঃসংবাদ। ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেত। মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, গাড়ি চলাচল নিয়ে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের। ১৬ অগস্ট রাত ৯টা থেকে ১৭ অগস্ট রাত ৯টা পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মেরামতি ও কোনা এক্সপ্রেস ওয়ের এলিভেটেড করিডরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য ২৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ভারী পণ্যবাহী গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে ২৪ ঘণ্টা যাওয়া-আসা করতে পারবে না।সেতু বন্ধ থাকায় বিকল্প পথের ব্যবস্থাও করা হয়েছে। জানানো হয়েছে, যে সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বা যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তখন বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে নিবেদিতা সেতু এবং বিটি রোডকে।
কলকাতা পুলিশ জানিয়েছে, ভারী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে যে গাড়িগুলো বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলোকে ১১ নম্বর হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে। খিদিরপুর থেকে আসা গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে। এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি এক্সাইড ক্রসিং থেকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড ক্রসিং, সিআর অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং, নিবেদিতা সেতু হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বন্দর এলাকা থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যে ভারী পণ্যবাহী গাড়ি আসবে সেগুলি ক্লাইড রো, সেন্ট জর্জ গেট ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।