Languages

যোগী রাজ্যে নির্যাতনের শিকার মূক ও বধির প্রতিবন্ধী মহিলা

ওয়েব ডেস্ক: যোগী রাজ্যে নক্কারজনক ঘটনা। নির্মম নির্যাতনের শিকার হলেন মুখ ও বধির এক প্রতিবন্ধী মহিলা। রাস্তায় একা পেয়ে ধাওয়া করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর প্রদেশের বলরামপুর জেলায়।

নির্জন রাস্তায় কয়েক জন বাইক আরোহী ওই অসহায় মহিলাকে ধাওয়া করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ভয়াবহ এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে পুলিশের হাতে এসেছে। এই ঘটনায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অঙ্কুর ভার্মা ও হর্ষিত পান্ডে নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নিজেদের দোষ স্বীকার করেছে অভিযুক্তরা।

১৬ সেকেন্ডের ভয়াবহ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক মহিলা খালি পায়ে নির্জন রাস্তায় ছুটে চলেছেন। তার পিছনেই মোটরসাইকেল নিয়ে কয়েকজন ধাওয়া করছে। বছর একুশে নির্যাতিতার ভাই কোতোয়ালি দেহাত থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ পায়। তিনি অভিযোগ করেন, তার বোবা ও বধির বোনকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগ, নির্যাতিতা তার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন। ঠিক তখনই মাঝপথে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। অভিযুক্তরা তাকে কাছাকাছি একটি নির্জন স্থানে ধর্ষণ করেছে। মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।