ওয়েব ডেস্ক: ২২ শে অগাস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশও। একই সঙ্গে ওই দিনই নোয়াপাড়া-বিমানবন্দরের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে শহরে এলে তিন মেট্রোরুটের উদ্বোধন করতে পারেন।
নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন ) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়েছে। ট্রায়েল রানের পর রুবি-বেলেঘাটা পর্যন্ত অংশকে ছাড়পত্র মিলেছে। এবার বানিজ্যিক পরিষেবা শুরুর পালা। মেট্রোসূত্রে খবর, মঙ্গলবার শহরে এসেছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। তিন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশেরই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। মেট্রোয় চড়ে যান হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া পর্যন্তও।প্রস্তুতি দেখে খুশি রেলবোর্ডের চেয়ারম্যান। চার প্রকল্পের কাজ ঘুরে দেখার পর তিনি রিপোর্ট দেবেন রেলমন্ত্রককে। তারপর প্রধানমন্ত্রীর অফিস থেকে আসবে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন।
রেল বোর্ডসূত্রে খবর, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে মোদি ২২ শে অগাস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশও।শিয়ালদহ অথবা এসপ্ল্যানেড কোথা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত নয়।
হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচটি। এদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। মনে করা হচ্ছে, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে। তবে মেট্রোর তরফে উদ্বোধনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও কথা জানানো হয়নি।