ওয়েব ডেস্ক: নবান্ন অভিযানে ধুন্ধুমারের ঘটনায় বিজেপি নেতাদের তলব করল পুলিশ। নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি ও হেনস্তার অভিযোগ।অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংহদের নোটিস দেওয়া হয়েছে। ১৭ অগাস্ট নিউ মার্কেট থানায় ময়নার বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭টি FIR দায়ের দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬টিই দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। অপর FIRটি দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আদালতের নির্দেশ অমান্য করে শান্তিভঙ্গ, পুলিশকে হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। যা ছিল অরাজনৈতিক। কিন্তু পুরো ভাগ দখল নেয় বিজেপির নেতারা। ছিলেন শুভেন্দু অধিকারী, অশোক দিন্দ, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলার বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের উপর। ঘটনায় আহত হন ৩ কনস্টেবল। এক আইপিএস পদ মর্যদার অফিসাকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশকে হুমকি, কু-কথা বলার অভিযোগ উঠেছে। এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করল পুলিশ। ১৭ অগাস্ট, রবিবার ময়নার বিধায়ককে নিউ মার্কেট থানায় হাজিরা দিতে বলা হয়েছে। একই ঘটনায় ২ বিজেপি নেতা সজল ঘোষ ও অর্জুন সিংকেও তলব করেছে পুলিশ।