Languages

আহত অভয়ার মা ? পুলিশ বলছে মারের প্রমাণ এখনও নেই

ওয়েব ডেস্ক: নির্যাতিতার মাকে গত ৯ অগস্ট নবান্ন অভিযানের সময় রাস্তায় ফেলে পুলিশি মারধরের কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতার জয়েন্ট সিপি (সদর) মীরাজ খালিদ। পাল্টা আবার পুলিশকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযানের দু’দিন পর আজ এই নিয়ে বৈঠকে বসেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার অপরাধ রুপেশ কুমার। ডিসি সেন্ট্রাল ইন্দ্রিরা মুখোপাধ্যায়। জয়েন্ট সিপি জানান, কলকাতা পুলিশের কাছে সেই দিনের ঘটনার অনেক ভিডিয়ো রয়েছে। এখনও পর্যন্ত কোনও ভিডিয়োয় নির্যাতিতার মাকে পুলিশি মারধরের কোনও প্রমাণ মেলেনি।

মিরাজ খালিদ বলেন, “গত ৯ তারিখ নবান্ন অভিযান হয়। পুলিশকে কোনও কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুকে ডাক দেয় বলে জানতে পারি। এরপর ওদের ইমেল করি। সেই সময় তারা বলে আমরা আয়োজক নই। তারপরে আদালতে যায়। পুলিশের তরফে বলা হয়, হয় সাঁতরাগাছি বা রানি-রাসমণিতে বিক্ষোভ দেখানো যেতে পারে। এটি প্রেস ব্রিফিং করেও বলা হয়।” তিনি আরও বলেন, “৯ তারিখ পুলিশ ছিল। ওখানে ৫০০ মত লোক ছিল। হঠাৎ করে রানি-রাসমণি না গিয়ে ডোরিনা গিয়ে সাউথের দিকে মিছিল যায়। সেই সময় পুলিশ বাধা দেয়। বলা হয় যে রুট তো ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু পার্কস্ট্রিট দিকে যেতেই থাকে কেউ কথা শোনেনি। পুলিশকে মারধর হয়েছে। ৫ জন পুলিশ আহত হয়েছে। ডিসির গার্ড গুরুতর আহত হয়েছেন। ৬ টি কেস রেকর্ড হয়েছে।”

রূপেশ কুমার বলেন, ‘‘অভয়ার মা আহত হয়েছেন, এটা নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু এখনও পর্যন্ত যত ভিডিও ফুটেজ আমরা পর্যবেক্ষণ করেছি, তাতে এমন কোনও মুহূর্ত ধরা পড়েনি যেখানে পুলিশ তাঁকে আক্রমণ করছে।’’তাঁর অনুরোধ, ‘‘যদি সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে এমন কোনও ভিডিও প্রমাণ থাকে, তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আমরা সবদিক খতিয়ে দেখতে চাই।’’