Languages

স্যাটেলাইট উৎক্ষেপণে ISRO-র দ্বারস্থ NASA!

পৃথিবীর সবচেয়ে দামি স্যাটেলাইট NISAR সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপনের পর, এবার আরও একটি ঐতিহাসিক পদক্ষেপের পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আসছে ২০২৫ সালে ভারতের উৎক্ষেপণযান থেকেই মহাকাশে পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম দামী ও প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লক–২ ব্লুবার্ড’।

প্রায় ৬৫০০ কেজি ওজনের এই স্যাটেলাইট শুধু আমেরিকার নয়, বরং বিশ্বের নানা দেশের কমিউনিকেশন নেটওয়ার্ককে সংযুক্ত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ১২ এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সমিশন বজায় রাখতে সক্ষম এবং বিশেষ টার্মিনালের মাধ্যমে যেকোনও স্মার্টফোনে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার সুবিধা রাখে।

ইসরো ও নাসার যৌথ উদ্যোগে এই স্যাটেলাইট উৎক্ষেপণকে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন ইসরো প্রধান এস. সোমনাথ। সম্প্রতি চেন্নাইয়ের এক কনভোকেশন অনুষ্ঠানে তিনি বলেন, “১৯৬৩ সালে আমেরিকা ভারতের স্পেস প্রোগ্রামের জন্য একটি ছোট রকেট উপহার দিয়েছিল। আর ২০২৫ সালে ভারতের উৎক্ষেপণযান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামী স্যাটেলাইট কক্ষপথে যাবে—এটাই প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ।”