ওয়েব ডেস্ক: ১২ অগাস্ট একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ‘বিকাশ ভবন চলো’ অভিযান করবেন রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচি। সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার হাজারো প্রধান শিক্ষক-শিক্ষিকা পথে নামতে চলেছেন ন্যায্য দাবির স্বার্থে। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর ডাকে মঙ্গলবার ‘বিকাশ ভবন চলো অভিযান’ কর্মসূচি করতে চলেছেন তাঁরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশন শেডের তলায় অবস্থান, ধরনা ও বিক্ষোভের পর পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে রওনা দেবেন অংশগ্রহণকারীরা। পরে শিক্ষামন্ত্রী-সহ উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হবে। প্রধান শিক্ষক-শিক্ষিকাদের দাবিগুলি, কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা। শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ। শিক্ষা-বহির্ভূত কাজ থেকে অব্যাহতি, বকেয়া বেতন সমস্যার সমাধান। এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান। পর্ষদ ও সংসদে নিয়মিত নির্বাচন বিদ্যালয় পরিচালন সমিতিতে শিক্ষানুরাগীদের নিয়োগ। অন্য দফতরের কাজ বিদ্যালয়ের মাধ্যমে করানোর প্রথা বন্ধ সহ একাধিক দাবি নিয়ে তারা পথে নামতে চলেছেন।