Languages

‘SIR-এ আপত্তি নেই, আগে…’, দিল্লি যাওয়ার আগে কী বললেন অভিষেক?

ওয়েব ডেস্ক: এসআইআর নিয়ে সরব তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘SIR-করুক, আপত্তি নেই। কিন্তু আগে লোকসভা ভেঙে দিক।

সোমবার দিল্লিতে বিরোধী সাংসদদের মিছিল নিয়ে অভিষেক বলেন, কলকাতা বিমানবন্দরে এদিন তিনি বলেন, “লোকসভা, রাজ্যসভা মিলিয়ে মোট ৩০০ জন জনপ্রতিনিধি ছিলেন। এতদিন পরেও আমাদের কেন ডিজিটাল ভোটার লিস্ট দেওয়া হবে না? কেন জোর করে এসআইআর করা হবে? এই সকল প্রশ্ন নিয়েই কমিশনের সদর দফতরে মিছিল করেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। কিন্তু ওদের ঢুকতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরতা। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ দিল্লি পুলিশ জবরদস্তি করেছে। এসসি, এসটি জনপ্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে। কমিশনের কাছে কোনও জবাব নেই।

‘লোকসভা ভেঙে দেওয়ার‘ প্রসঙ্গ শোনা যায় অভিষেকের মুখে। সাংসদ বলেন, মাত্র এক বছর আগে লোকসভা ভোটের সময়ে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে। তখন ভোটার তালিকা ঠিক ছিল। আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল? এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে লোকসভা নির্বাচন হয়েছিল। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তা হলে ওনারা সবার প্রথমে পদত্যাগ করুক। এই তালিকার ভিত্তিতেই বিজেপি মাস ছয়েক আগে দু–চারটি রাজ্যে ক্ষমতায় এসেছে। ওখানে পদত্যাগ করানো হোক। আমরাও পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিক।