ওয়েব ডেস্ক: আজ সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহ উদ্দেশে রওনা দিল এসি লোকাল ট্রেন। এদিন সকাল থেকেই ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের। রবিবার শিয়ালদা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন ৷ সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। শিয়ালদহ থেকে রানাঘাটে আসে এসি লোকাল। আজ জনসাধারণের জন্য ট্র্যাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন।
সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না। এসি লোকাল ট্রেনে চড়ে সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিল। যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তারা কোনওদিন ভাবতেও পারেনি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন। তবে তাদের একটা চিন্তা সাধারণ মানুষরা কতটা ঠিক ঠাক ভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন। তবে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোন কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তারা। একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি নদিয়াবাসী।
আপ ও ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন পরিষেবা দেবে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে । ট্রেনটি প্রতিদিন সকাল 8টা 29 মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং সকাল 10টা 10 মিনিটে শিয়ালদহ স্টেশন পৌঁছবে। অন্যদিকে আবার ট্রেনটি সন্ধ্যা 6টা 50 মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং রানাঘাট পৌঁছবে রাত 8টা 32 মিনিটে । আপ ও ডাউন লাইনে ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায় দাঁড়াবে ।পূর্ব রেলের শিয়ালদা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এই এসি লোকালের ভাড়া হবে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত 35 টাকা ৷ শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হবে 60 টাকা ৷ শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া হবে 90 টাকা এবং একেবারে রানাঘাট পর্যন্ত ভাড়া হবে 120 টাকা । শিয়ালদা থেকে দমদম পর্যন্ত মাসিক টিকিটের ভাড়া হল 620 টাকা, ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হল 1275 টাকা ৷ নৈহাটি পর্যন্ত ভাড়া হল 1810 টাকা এবং রানাঘাট পর্যন্ত ভাড়া হল 2430 টাকা।