Languages

সিরাজের সঙ্গে প্রেমের গুঞ্জন, সত্যিটা সামনে আনলেন আশা ভোঁসলের নাতনি

ওয়েব ডেস্ক: মহম্মদ সিরাজ কি প্রেম করছেন? সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে সিরাজকে। তার পরেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। তাঁর ২৩তম জন্মদিনে সমাজমাধ্যমে কিছু ছবি দেন জানাই। সেখানে একটি ছবিতে তাঁকে সিরাজের সঙ্গে দেখা যায়। তবে এবারের রাখীর দিন, মহম্মদ সিরাজের সঙ্গে জানাইয়ের সম্পর্কের আসল সত্যিটা জানা গেল ।

জানাই ভোঁসলে আগে বহুবার জানিয়েছেন যে, তিনি ক্রিকেটার মহম্মদ সিরাজকে নিজের ভাইয়ের মতো মনে করেন । কিন্তু তারপরও ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন চলছিলনই । এমন পরিস্থিতিতে, রাখীবন্ধনের দিনে জানাই তাঁর এবং সিরাজের সম্পর্কের প্রমাণ দিয়েছেন । তিনি ক্রিকেটারকে রাখী পরানোর একটি ভিডিও শেয়ার করেছেন । তাঁরা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছিলেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই, তবে সেই কথা মেনে নেননি কেউই। এদিন জানাই আর সিরাজ যে প্রমাণ দিলেন যে তাঁরা প্রেম করছেন না। জানাই ভোঁসলে রাখিবন্ধনে তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । এতে তাঁকে সবুজ রঙের পোশাক পরে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে সাদা কুর্তা-পাজামা পরে বসে থাকা মহম্মদ সিরাজকেও বেশ মানানই দেখাচ্ছে । ভিডিওতে দেখা যাচ্ছে জানাই মহম্মদ সিরাজের হাতে রাখী বাঁধছেন । এরপর ক্রিকেটারকে জানাইকে রাখিবন্ধনের উপহারও দিতে দেখা যায় ।